হারদীতে বিনামূল্যে গবাদি পশুর কৃমিনাশক ট্যাবলেট ও ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন

আলমডাঙ্গা ব্যুরো: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক আনজুমান আরা আনুষ্ঠানিকভাবে গতকাল আলমডাঙ্গার হারদীতে বিনামূল্যে গবাদি পশুর কৃমিনাশক ট্যাবলেট ও ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। হারদী ইউনিয়ন পরিষদের আয়োজনে ও লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্টের আর্থিক সহযোগিতায় এ ফ্রি ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করা হয়েছে। হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ.হ.ম শামীমুজ্জামান। হারদী ইউপি সচিব সোহরাব উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কম্পিউটার অপারেটর ফারুক আহমেদ, আশরাফুল ইসলাম, ইউপি সদস্য রাফেজা খাতুন, শান্তি খাতুন, মৌসুমী আক্তার প্রমুখ।