হরিণাকুণ্ডুতে আ.লীগ বিএনপি উভয় দল সমর্থিতএকক প্রার্থী বিজয়ী করতে মরিয়া

স্টাফ রিপোর্টার: হরিণাকুণ্ডু উপজেলা নির্বাচনে প্রধান দু দল আ.লীগ ও বিএনপি জোট সমর্থিত একক প্রার্থী বিজয়ী করতে মরিয়া হয়ে উঠেছে। গতকাল রোববার বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের ঐক্য মজবুত করণের লক্ষ্যে অন্যতম শরিক জামায়াতে ইসলামীর ভাইস চেয়ারম্যানের পদ নিষ্কন্টক করতে হরিণাকুণ্ডু পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান কাউন্সিলরের ভাইস চেয়ারম্যান পদে দাখিলকৃত মনোনয়পত্র প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে দলীয়সূত্রে জানানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক আবুল হাসান মাস্টার ভাইস চেয়ারম্যান পদে নিজ প্রার্থিতার পক্ষে অনড় থেকে নির্বাচনী প্রচার অভিযান অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে ক্ষমতাসীন আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রবিউল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন প্রদান করা হলেও তাতে বাধ সাধে দলের সাবেক উপজেলা যুগ্মআহ্বায়ক এবং দল থেকে সদ্য বহিষ্কৃত নেতা আফজাল হোসেন। তিনি স্বতন্ত্র ব্যানারে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করে রীতিমত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আ.লীগের জন্য। বিএনপি নেতৃত্বাধীন জোটের চেয়ারম্যান পদে একক প্রার্থী অ্যাড. এমএ মজিদ চূড়ান্ত হলেও জোটের মিত্র দল দুটির মধ্যে ভাইস চেয়ারম্যানের দুটি পদেই এখনো বিএনপি এবং জামায়াতের আলাদা আলাদা প্রার্থী মাঠে-ময়দানে নির্বাচনী প্রচারাভিযান অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন। এ কারণে প্রধান দুটি দলই নিজেদের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে দলীয় ব্যানারে একক প্রার্থীর পক্ষে অন্যান্যদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের মধ্যে একটি চূড়ান্ত আপস রফায় পৌঁছুতে মরিয়া হয়ে কাজ করে যাচ্ছেন। তারপরও আ.লীগ নিজ দল সামলাতে এবং বিএনপি জোট সামলাতে হিমশিম খাচ্ছে।