হরিণাকুণ্ডুতে অপু এমপি ও সমীর সমর্থকদের মুখোমুখি নির্বাচনী মিছিলে উত্তেজনা

হরিণকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডুতে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার বিকেলে শহরে আওয়ামী লীগ প্রার্থী সফিকুল ইসলাম অপু ও স্বতন্ত্রপ্রার্থী তাহজীব আলম সিদ্দিকি সমীর পক্ষে একই সময় উপজেলা শহরে পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। যেকোনো ধরনের অরাজক পরিস্থিতি মোকাবেলায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গতকাল সোমবার বিকেলে স্বতন্ত্রপ্রার্থী তাহজীব আলম সিদ্দিকি সমী উপজেলা শহরে তার সমর্থকদের নিয়ে আনারস প্রতীকের পক্ষে নির্বাচনী গণসংযোগকালে তার অনুসারীরা স্লোগান দেয়। এ সময় তাদের অদূরেই অবস্থিত আওয়ামী লীগ সমর্থিত সাফিকুল ইসলাম অপুর নৌকা প্রতীকের পক্ষে স্লোগান দিতে দিতে একটি মিছিল বের হলে উভয় সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের মিছিল দুটি উপজেলা মোড়ের দোয়েল চত্বরে মুখোমুখি অবস্থান নিলে দু পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর অবস্থা দেখা দেয়ায় পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে বিষয়টি নিয়ে একে অপরকে দোষারোপ করেছে। আওয়ামী লীগের নৌকা প্রতীকের সমর্থকদের অভিযোগ, স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকরা স্লোগানে শেখ হাসিনার প্রতীক আনারস উল্লেখ করায় নৌকা  প্রতীক সমর্থিত মধ্যে উত্তেজনা দেখা দেয়। কিন্তু স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকরা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে। তারা শান্তিপূর্ণভাবে স্বতন্ত্রপ্রার্থীর আনারস প্রতীকের পক্ষে মিছিল বের করলে একই সময় নৌকা প্রতীকের পক্ষে পাল্টা মিছিল বের করায় দু পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয় বলে জানান।