হত্যামামলায় অভিযুক্ত সাবেক থাই প্রধানমন্ত্রী

মাথাভাঙ্গা মনিটর: থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী অভিসিত ভেজ্জাজিভাকে ২০১০ সালে বিক্ষোভ দমনাভিযানে মানুষ হত্যার দায়ে অভিযুক্ত করেছেন আদালত। ২০১০ সালের ওই বিক্ষোভ-সংঘর্ষে ৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়। গতকাল বৃহস্পতিবার আদালতে এক শুনানির পর অভিযুক্ত করা হয় অভিসিতকে। বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির নেতা অভিসিত তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং তাকে জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানা গেছে। বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে বিক্ষোভ চলার মাঝে অভিযুক্ত হলেন অভিসিত। ২০১০ সালে রাজধানী ব্যাংককে ইংলাকের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ব্যাপকসংখ্যক মানুষ হতাহতের ঘটনা ঘটে। থাকসিনের সমর্থক লাল শার্ট আন্দোলনকারীদের ওপর সে সময় দমনপীড়ন চালায় নিরাপত্তা বাহিনী। সম্প্রতি থাইল্যান্ডে চলমান সরকারবিরোধী বিক্ষোভের নেতা সুদেপ থাগসুবান অভিসিত সরকার আমলে উপপ্রধানমন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধেও অভিসিতের মতো একই অভিযোগ আনা হয়েছে। আদালতে মামলার বিচারপূর্ব শুনানি আগামী বছর ২৪ মার্চে হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন অভিসিতের আইনজীবী। বিক্ষোভকারীরা বৃহস্পতিবারেও গভমেন্ট হাউসে চড়াও হয়েছে। কেটে দিয়েছে থাই প্রধানমন্ত্রীর দপ্তরের বিদ্যুতের লাইনও। ইংলাককে উৎখাতে বিক্ষোভকারীরা সামরিক বাহিনীর সহায়তাও চেয়েছে। তবে সামরিক বাহিনী তাতে সাড়া দেয়নি। বিক্ষোভের মুখে ইংলাক পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ২ ফেব্রুয়ারিতে আগাম নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিলেও বিক্ষোভ থামেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *