সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ শ্রমিকের পরিবারকে চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আর্থিক অনুদান প্রদান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ শ্রমিকের পরিবারের প্রত্যেককে ৪ হাজার টাকা করে তুলে দেয় হয়। এসময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল হক, প্রধান প্রশিক্ষক রওশন আলী বিশ্বাস, ইমরুল কাদির, প্রশিক্ষক কাজী আবু সাঈদ মোহাম্মদ নাজমুস সাদাত, হাদিউজ্জামান, মাসুমা সুমীসহ অন্যান্য প্রশিক্ষকবৃন্দ ও দামুড়হুদা পারকৃষ্ণপুর মদনা ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদায় সম্প্রতি সড়ক দুর্ঘটনায় ১৩ জন শ্রমিক নিহত হন। নিহত শ্রমিকরা একমাত্র আয়ের উৎস হওয়ায় অসহায় হয়ে পড়ে তাদের পরিবার। ফলে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। তারা নিজেরা চাঁদা তুলে টাকা একত্রিত করে। পরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মাধ্যমে নিহত শ্রমিক পরিবারের প্রত্যেককে ৪ হাজার করে টাকা দেয়া হয়। এছাড়া তাদের যাতায়াত বাবদ আরও ১ হাজার ২শ’ টাকা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া হয়। সমাজের বিত্তবানদের অসহায় ওই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত ২৬ মার্চ দামুড়হুদা উপজেলার জয়রামপুরে ট্রাকের সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষে ১৩ শ্রমিক নিহত হন। আহত হন আরও ৯ জন।