স্বামীর ঘরে যেতে বাধা দেয়ায় মেহেরপুরে পিতার ঘরে স্ত্রীর আত্মহত্যা

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রামের আনারুল ইসলামের মেয়ে তমালিকা (১৭) বিষপান করে আত্মহত্যা করেছে। গত সোমবার রাতে ঘরে রাখা বিষপান করে আত্মহত্যা করে সে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এলাকাবাসী জানায়, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ইছাখালী গ্রামের আনারুল ইসলামের মেয়ে তমালিকা ও একই গ্রামের সদর আলীর ছেলে লালন প্রেমজ সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে তারা পালিয়ে গিয়ে বিয়ে করে। ওই ঘটনায় মেয়ের পিতা আনারুল বাদী হয়ে লালনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করে। প্রায় দেড় মাস আগে থানা পুলিশ তাদের স্বামী-স্ত্রী দুজনকে আটক করে থানায় নেয়। পরে নাবালিকা মেয়ে হিসেবে তমালিকাকে তার পিতা-মাতার হেফাজতে দেয়। এদিকে সে লালনের ঘরে যাবার জন্য ব্যাকুল হয়ে ওঠে এবং বাড়িতে পিতা-মাতার ওপর চাপ বৃদ্ধি করতে থাকে। সোমবার লালন তাকে ঘরে নিতে গেলে তমালিকাকে তার বাবা-মা নিজ ঘরে তালা দিয়ে আটকে রাখে। এতে রাগে-ক্ষোভে তমালিকা ঘরে রাখা বিষপান করে। তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থান ওই রাতেই তার মৃত্যু হয়।