সোহেল রানার অভিনয় এবার ছেলের সাথে

স্টাফ রিপোর্টার: দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের পর এবার আরেক কিংবদন্তি ড্যাশিং হিরো সোহেল রানা অভিনয় করছেন ছেলের সাথে। অর্থাৎ তার প্রযোজনা সংস্থা পারভেজ ফিল্মসের প্রযোজনায় নির্মীয়মাণ ‘অদৃশ্য শত্রু’ ছবিতে একমাত্র ছেলে জীবরানকে নায়ক হিসেবে দর্শকদের উপহার দিচ্ছেন। নায়ক হিসেবে তার নাম রেখেছেন ‘ইয়ুল রাইয়ান’। অনেকেই জানেন যে, কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা সিরিজে মাসুদ রানার নায়ক সেজে চলচ্চিত্রে আত্মপ্রকাশ হয় এক সময়ের প্রভাবশালী ছাত্রনেতা মাসুদ পারভেজের। নায়ক হিসেবে নাম রাখেন সোহেল রানা। কিন্তু অনেকেই জানেন না এই মাসুদ পারভেজ ‘ইউসুফ রায়হান’ নামে আরেকটি গোয়েন্দা সিরিজের রচয়িতা। কয়েকটি পর্ব লিখে সিনেমার ব্যস্ততার কারণে লেখালেখিটা চালিয়ে যেতে পারেননি। তবে তিনি ছোট ভাই রুবেলকে নায়ক বানানো থেকে শুরু করে শহীদুল ইসলাম খোকনকে পরিচালক, জুলিয়াকে নায়িকা হিসেবে উপহার দিয়েছেন। উপহার দিয়েছেন আরও অনেককেই। এবার তিনি পরিচালক হিসেবে উপহার দিচ্ছেন ছোট ভাই কামাল পারভেজের ছেলে আকিব পারভেজ এবং নিজের একমাত্র ছেলে মাশরুর পারভেজ জীবরানকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *