সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যাশায় সবাইকে ঘুরে দাঁড়াতে হবে : ড. বদিউল আলম মজুমদার

মহেশপুর প্রতিনিধি: সুজন-সুশাসনের জন্য নাগরিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যাশায় সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। জেলা-উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সাধারণ সচেতন মানুষকে সুন্দর সমাজ প্রতিষ্ঠায় অগ্রগামী হতে উদ্বুদ্ধ করতে হবে। তিনি গতকাল শুক্রবার সকালে যশোর জয়তী সোসাইটি মিলনায়তনে সুজনের খুলনা বিভাগীয় কর্মপরিকল্পনা সভায় প্রধান আলোচকের বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাতিগতভাবে আমরা একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি। জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হওয়াটাও উড়িয়ে দেয়া যায় না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জনতার শক্তি, সামাজিক শক্তি ও প্রাতিষ্ঠানিক শক্তিকে এক হয়ে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রয়াসে আমরা নিশ্চয়ই আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছুতে পারবো।
কর্মপরিকল্পনা সভায় দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নিয়ে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সুজন সংগঠকরা মতমত প্রদান করেন। সভায় সুজন যশোর জেলা কমিটির সভাপতি অ্যাড. সালেহা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সুজন খুলনা জেলা কমিটির সভাপতি অধ্যাপক জাফর ঈমাম। সুজন’র কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুজনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান, ঝিনাইদহ জেলা সম্পাদক শরীফ মাহমুদুল হাসান, ফরিদপুর জেলা সম্পাদক লিয়াকত হোসেন, মেহেরপুর জেলা সম্পাদক শামীম জাহাঙ্গীর, সাতক্ষ্মীরা জেলা সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, মাগুরা জেলা সম্পাদক খান শারাফত হোসেন প্রমুখ। সভায় সুজনের বিভিন্ন জেলা উপজেলা কমিটির মরহুম নেতৃবৃন্দের মাগফেরাত কামনায় শোক প্রস্তাব উপস্থাপন করেন যশোর জেলা সম্পাদক ডা. মহিদুর রহমান। এ সময় সুজনের যশোর আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমানসহ খুলনা বিভাগের সকল জেলা ও উপজেলা, ফরিদপুর জেলা ও উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদকসহ দেড় শতাধিক সদস্যরা উপস্থিত ছিলেন।