সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড ২০১৫ সাল থেকে শুরু করতে যাচ্ছে কর্ণ বাই ব্যাক প্রোগ্রাম। এ কর্মসূচির আওতায় ভুট্টাচাষিদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা পাঁচমাইল বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ক্রয় বিভাগের জিএম মি. জারতুরণ (থাই)। কৃষক আবু সাঈদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য ও প্রেজেন্টেশন প্রদর্শন করেন সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের এডিএম সিডস মার্কেটিং অফিসার কামরুজ্জামান শাহিন, সেলস অফিসার ফার্টিলাইজার আবুল কালাম আজাদ, এডিএম ফিড টেকনোলজি ফরহাদ হোসেন খান, ডিএম ক্রয় বিভাগ আব্দুস সাত্তার প্রমুখ। বক্তারা বলেন, ভুট্টাচাষি নিবন্ধন শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর, শেষ হবে ৩১ ডিসেম্বর। ভুট্টাচাষিরা শুধুমাত্র ভোটার আইডি কার্ড নিয়ে নিকটস্থ ক্রয়কেন্দ্র থেকে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধিত কৃষকগণ সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ভুট্টাবীজ ক্রয় করলে ভুট্টা বিক্রয়ের সময় বাজার দরের চেয়ে প্রতি কেজি ০.১৫ টাকা বেশি পাবেন। সাথে থাকবে বীজ টোকেন একটি বীজ টোকেনের মাধ্যমে সর্বোচ্চ ৭শ কেজি ভুট্টা সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ক্রয়কেন্দ্রে বিক্রি করতে পারবেন। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন পদ্মাবিলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু তাহের। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মি. বানহান (থাই), মি. নুতাপন (থাই), মি. পিরাপং (থাই) প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রয় বিভাগের এডিএম এনামুল করিম।