সিঙ্গাপুরে শাংগ্রি-লা হোটেলের কাছে একজন নিহত

মাথাভাঙ্গা মনিটর: সিঙ্গাপুরের পুলিশ জানিয়েছে, তারা শাংগ্রি-লা হোটেলের কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা ও অপর দু ব্যক্তিকে আটক করেছে। গতকাল রোববার ভোরে সন্দেহভাজনরা হোটেলের কাছের পুলিশের ব্যারিকেড ভেঙে গাড়ি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টাকালে এ ঘটনা ঘটে। এ শাংগ্রি-লা হোটেলে তিনদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা বিষয়ক সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে। ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার হোটেলটিতে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন সম্মেলনের উদ্যোক্তারা। তবে সম্মেলনের শেষ দিনের এ ঘটনায় কোনো প্রতিনিধির নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা তৈরি হয়নি বলে দাবি করেছেন তারা।
পুলিশ জানিয়েছে, তল্লাশি চৌকিতে গাড়িটি থামলে তল্লাশির জন্য চালককে গাড়ির পেছনের বুট খুলতে বলা হয়, কিন্তু বুট না খুলে সামনের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। তখন গাড়ি লক্ষ্য করে গুলি চালায় পুলিশ, গাড়িটি হোটেল সংলগ্ন একটি রাস্তায় যেয়ে থেমে যায়। নিজেদের ফেসবুক পেইজে দেয়া এক বিবৃতিতে সিঙ্গাপুর পুলিশ বিভাগ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের একজনের কাছে মাদক জাতীয় দ্রব্য পাওয়া গেছে।