সাবধান ও নিরাপদে গাড়ি চালনার অঙ্গীকার

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন জীবননগর শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ তাদের দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। সভায় শ্রমিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে মানুষের জানমালের হেফাজতে সাবধানে ও নিরাপদে গাড়ি চালনার অঙ্গীকার করে। তারা বলেন বেপরোয়া গতিতে আর গাড়ী চালনা নয়। একটু ভুলের জন্য বাকী জীবন কান্নায় কাটবে পরিবারের এটা কারো কাম্য হতে পারে না।

জীবননগর বাসস্ট্যান্ডের চত্বরের মুক্ত মঞ্চে বিদায়ী সাধারণ সম্পাদক মেহের আলীর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠান শুরু করা হয়। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো, আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন, চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লা, উথলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান। যুবলীগ নেতা আব্দুস সালাম ঈশার পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জীবননগর বাস ট্রাক মালিক সমিতির সভাপতি কাজী হাসানুজ্জামান বাবুল, নবনির্বাচিত সভাপতি আবুল কাশেম ঝড়ু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজা, আওয়ামী লীগ মহিলা নেত্রী রেনুকা আক্তার রীতা, জীবননগর মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক নেতা শুকুর আলী, শওকত আলী ও আবু বকর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।

গত ১৭ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন জীবননগর শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।