সাংবাদিক সালাউদ্দীন কাজল ইউনিসেফের পুরস্কার পেলেন

জীবননগর ব্যুরো: দৈনিক যুগান্তর ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার জীবননগর প্রতিনিধি সাংবাদিক মো. সালাউদ্দীন কাজল পুষ্টিবিষয়ক প্রতিবেদন তৈরিতে ইউনিসেফের পুরস্কার পেলেন। ইউনিসেফের অর্থায়নে এমআরডিআই’র (Management and Resources Development Initiative) তত্ত্বাবধানে দৈনিক প্রথম আলো, দৈনিক যুগান্তর, দৈনিক কালেরকণ্ঠ ও এবিসি রেডিও থেকে সারা বাংলাদেশ থেকে মোট ৬০ জন সাংবাদিককে পুস্টিবিষয়ক প্রতিবেদন তৈরিতে ফেলোশিপের জন্য মনোনীত করা হয়। এর মধ্যে দৈনিক যুগান্তর থেকে সালাউদ্দীন কাজলসহ ৬ জন, দৈনিক কালেরকণ্ঠ থেকে ৫ জন এবং এবিসি রেডিও থেকে ৩ জন সাংবাদিক ফেলোশিপের প্রস্তাবনা অনুযায়ী পুষ্টিবিষয়ক ৩টি প্রতিবেদন তৈরি করে পুরস্কারের জন্য মনোনীত হন। গত শনিবার বেলা ১১টার দিকে ঢাকার মহাম্মদপুরে অবস্থিত YWCA – এর প্রধান কার্যালয়ে সাংবাদিক সালাউদ্দীন কাজলসহ প্রত্যেক সাংবাদিককে ১ লাখ ১৫ হাজার করে টাকা, একটি ক্রেস্ট ও একটি করে সনদপত্র দেয়া হয়। বেলা ১১টার দিকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন ফানটার প্রজেক্ট ডাইরেক্টর সারডারা রিম্যানকাস, কান্ট্রি ম্যানেজার ডা. ফেরদৌসী বেগম, সংবাস সংস্থা এএফপির সাবেক ব্যুরো চিফ ফরিদ হোসেন, এমআরডিআই’র অ্যাকজিকিউটিভ ডাইরেক্টর হাসিবুর রহমান, দৈনিক যুগান্তরের মফস্বল সম্পাদক মো. মহিউদ্দীন সরকার ও দৈনিক কালের কণ্ঠের মফস্বল সম্পাদক মো. খায়রুল বাসার শামীম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *