সাংবাদিক ফারুক মল্লিকের বিরুদ্ধে মামলা : মেহেরপুর সাংবাদিকদের করণীয় শীর্ষক আলোচনাসভা

মেহেরপুর অফিস: দৈনিক ইনকিলাব মেহেরপুরের জেলা প্রতিনিধি ফারুক মল্লিকের বিরুদ্ধে মেহেরপুর আদালতে মামলা হওয়ায় সাংবাদিকদের করণীয় শীর্ষক এক আলোচনাসভা মেহেরপুর জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলমের সভাপতিত্বে আলোচনাসভায় অংশগ্রহণ করেন- সহসভাপতি ওয়াজেদুল হক জেদু, মহাসিন আলী, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক মাজেদুল হক মানিক, কামারুজ্জামান, কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান, দপ্তর সম্পাদক মেহের আমজাদ, প্রচার সম্পাদক আফসারুল হক সুমন, নির্বাহী সদস্য শেখ শফিউদ্দিন, আবু সুফিয়ান, সাংবাদিক মাহবুবুর রহমান পোলেন, রামিজ আহসান, ইয়াদুল মোমিন, ডা. মুকিদ, ফারুক মল্লিক, এজে খোকন, আকতারুজ্জামান, জিএফ মামুন লাকি প্রমুখ।

উল্লেখ্য, দৈনিক ইনকিলাবের মেহেরপুর জেলা সংবাদদাতা ফারুক মল্লিকের নামে মেহেরপুর আদালতে একটি মামলা হয়েছে। মেহেরপুরের সঙ্গীতশিল্পী আশরাফ মাহমুদ বাদী হয়ে গত বৃহস্পতিবার মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলা করেন। মামলায় আশবাফ মাহমুদ বলেন, সাংবাদিক ফারুক মল্লিক তার বিরুদ্ধে দৈনিক ইনকিলাব পত্রিকায় মিথ্যাচার করে তার চরিত্র হনন করেছেন। যে কারণে তিনি তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। এদিকে দৈনিক ইনকিলাব পত্রিকায় সঙ্গীতশিল্পী আশরাফ মাহমুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে আশরাফ মাহমুদের পক্ষে অ্যাড. মিজানুর রহমান সাংবাদিক ফারুক মল্লিককে হলুদ সাংবাদিক বলে আখ্যা দেন। ওই ঘটনায় সাংবাদিক ফারুক মল্লিক অ্যাড. মিজানুর রহমানের বিরুদ্ধে থানায় জিডি করেন।