সরকারের পাতানো নির্বাচন প্রতিহত করা হবে : ঝিনাইদহে মহিলা দলের কর্মীসভায় মসিউর

ঝিনাইদহ অফিস: ২৯ সেপ্টেম্বর খুলনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১৮ দলীয় ঐক্যজোটের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ঝিনাইদহে কর্মীসভা করেছে জেলা মহিলা দল। গতকাল শুক্রবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা আয়েশা খাতুনের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন তহুরা খাতুন, অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, অ্যাড. শামসুন্নাহার, শাম্মি আক্তার, পলি খাতুন, শাহনাজ বেগম, রীনা আক্তার, রুলিয়া বেগম, ফরিদা বেগম, তাসলিমা খাতুন প্রমুখ। সভায় জেলা মহিলা দলের ৩ শতাধিক নেতাকর্মী অংশ নেয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় মসিউর রহমান বলেন, ক্ষমতা থেকে কেউ নড়তে চায় না, জনগণই নড়িয়ে দেয়। সরকার যতো চেষ্টা পাঁয়তারাই করুক না কেন, তাদের পাতানো নির্বাচনে দেশের জনগণ অংশ নেবে না। সেই নির্বাচন প্রতিহত করা হবে। তিনি দ্বিধা-দ্বন্দ ভুলে আওয়ামী লীগ সরকারকে সরাতে ইস্পাত ঐক্য গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। মসিউর বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় জামায়াত আওয়ামী লীগের সাথে থাকলে জায়েজ, আর এখন বিএনপির সাথে আছে বলে নাজায়েজ। আওয়ামী লীগ দ্বৈত ভূমিকা পালন করে, মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু বাস্তবে মৌলিক অধিকার হরণ করে। আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আসল চেহারা দেখাতে পারেনি। তাই এখন তাদের অবৈধ অসাংবিধানিক সরকারের মাধ্যমে ক্ষমতায় এসে আসল চেহারা দেখাচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জোরে।