সব দলকে সহিংসতা পরিহারের আহ্বান যুক্তরাষ্ট্রের

স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যেকোনো ধরনের সহিংসতা থেকে বিরত থাকতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে। গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিঙে ডেপুটি স্পোক পারসন এ আহ্বান জানিয়েছেন। প্রেস ব্রিফিঙে এক প্রশ্নের জবাবে ডেপুটি স্পোক পারসন ম্যারি হার্ফ বলেন, আমরা অবগত আছি যে যুদ্ধাপরাধের দায়ে আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড বৃহস্পতিবার কার্যকর করা হয়েছে। আমরা এক্ষেত্রে বেশ কিছু বিষয়ের ওপর গুরুত্ব দিতে চাই। তিনি বলেন এখন বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটা সময়। তাই সব রাজনৈতিক পক্ষকে যে কোনো ধরনের সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণভাবে তাদের মত প্রকাশের জোরালো আহ্বান জানাচ্ছি। ডেপুটি স্পোকপারসন হার্ফ বলেন, বেশ আগে থেকেই আমরা এ বিচার সুষ্ঠ, অবাধ এবং আন্তর্জাতিক মান অনুযায়ী সম্পন্ন করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আসছি। এছাড়া সব দল এবং তাদের সমর্থকদের প্রতিও তাদের মতামত শান্তিপূর্ণভাবে প্রকাশ করার আহ্বান জানিয়েছি।