সন্তানের জন্য দুধ গরম করা কয়লার আগুনে দগ্ধ মামুনসিয়ার মিমি : ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৫ দিনের মাথায় মৃত্যু

 

বাজারগোপালপুর প্রতিনিধি: সদ্যজাত কন্যার জন্য দুধ গরম করার কয়লার আগুনে শাড়িতে আগুন লেগে দগ্ধ মিমি (২০) অবশেষে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। গতরাতেই তার মৃতদেহ তার পিতার গ্রাম ঝিনাইদহ জেলা সদরের মামুনসিয়ার উদ্দেশে নেয়া হয়।

জানা গেছে, মামুনসিয়া উত্তরপাড়ার ফটিক আলীর মেয়ে মিমি খাতুন ১৫ দিন আগে সিজারিয়ান অপারেশন করে কন্যাসন্তান জন্ম দেয়। সন্তানের জন্য দুধ গরম করার জন্য বিছানার পাশেই কয়লায় আগুন রেখে ঘুমিয়ে পড়ে। পরনের শাড়িতে আগুন লেগে দগ্ধ হয় মিমি। ঘটনাটি ঘটে ৫দিন আগে। তাকে প্রথমে নেয়া হয় ঝিনাইদহ সদর হাসপাতালে। পরে নেয়া হয় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে সে মারা যায়।