সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

মেহেরপুর অফিস: সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি ডা. রমেশচন্দ্র নাথ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. পল্লভ ভট্টাচার্য, প্রথম আলো বন্ধুসভার প্রধান উপদেষ্টা প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি তুহিন অরন্য, প্রথম আলো বন্ধুসভার সভাপতি ডা. আবুল বাশার, সাধারণ সম্পাদক নাসিম, জেলা ছাত্রলীগ সভাপতি সাফুয়ান উদ্দীন আহম্মেদ রুপক, প্রভাষক নুরুল ইসলাম, প্রবীণ শিক্ষক ননী গোপাল ভট্টাচার্য, অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন নির্বাচনের পর যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে তা নজিরবিহীন। বক্তারা এর সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।