শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানের জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, পৌর এলাকার কবিরপুর-গাড়াগঞ্জ সড়কে ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালানো ও হেলমেট পরিধান না করার অপরাধে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ মোতাবেক ৫ জনকে, শৈলকুপা বাজারে ডিলিং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করার অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুসারে এক প্রতিষ্ঠানকে ও পাটজাত মোড়ক ব্যবহার না করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুসারে এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন জানান।