শৈলকুপায় অগ্নিকাণ্ডে দোকান ভস্মীভূত : ১০ লাখ টাকার ক্ষতি

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি দোকান ভস্মীভূত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে কাতলাগাড়ি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৩টার দিকে কাতলাগাড়ি বাজারে আনিচ মোবাইল অ্যান্ড কসমেটিকসের পাশাপাশি রফিক টি স্টোর এবং ডাক্তার রুহুল আমিনের ফার্মেসিতে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারের পাহারাদার ও স্থানীয়রা ছুটে আসার আগেই আগুন সবগুলি ঘরে ছড়িয়ে পড়ে। শৈলকুপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মীরা সময় মতো পৌঁছুলেও বিদ্যুতের লাইন বন্ধ করতে দেরি হওয়ায় ঘরগুলি সম্পূর্ণ পুড়ে যায়। এক পর্যায়ে বাজারের অন্যান্য ঘরে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ফায়ার কর্মীরা ঝুঁকি নিয়েই প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনিছুর রহমান জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *