শেখ হাসিনার অধীনে দেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না : মসিউর

ঝিনাইদহ অফিস: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান বলেছেন, শেখ হাসিনার অধীনে আগামীতে দেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে ভোটকেন্দ্র আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হবে। গতকাল সোমবার বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দখলপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভায় তিনি তিনি এসব কথা বলেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে উপজেলার দৌলতপুর ইউনিয়ন বিএনপি এ জনসভার আয়োজন করে। ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসম্পাদক অ্যাড. এমএ মজিদ, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, বিএনপি নেতা জিন্নাতুল হক, আশরাফুল ইসলাম পিন্টু, আবুল হাসান মাস্টার, আনিচুর রহমান, প্রভাষক কামাল হোসেন, ওফিকুল ইসলাম অপু, আব্দুস সামাদ, রবিউল ইসলাম প্রমুখ। বৃষ্টি উপেক্ষা থেকে জনসভায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৫ সহস্রাধিক মানুষ উপস্থিত হয়।

অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মসিউর রহমান বলেন, আওয়ামী লীগের দাবিই ছিলো এটি। আমরা তাদের এ দাবি পূরণ করেছিলাম। নির্বাচনের জন্য এখন দেশের ৯০ ভাগ মানুষ নির্দলীয় সরকার চায়। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সারাদেশে সমাবেশ করছেন। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে দাবি করে তিনি বলেন, একদলীয় বাকশাল কায়েমের জন্য ১৯৭৫ সালে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশ আজ বিপর্যয়ের মুখে মন্তব্য করে তিনি বলেন, দেশকে একটি ধ্বংসস্তুপে পরিণত করার কাজ শেষ করেছে সরকার। তারা সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অর্থনীতিকে ধ্বংস করেছে ফেলেছে। সে কারণে কেউ আর আমাদের দেশে বিনিয়োগ করতে চায় না। মসিউর আরও বলেন, সরকারের মাথা খারাপ হয়ে গেছে। যতোই চেষ্টা তারা করুক না কেন ক্ষমতা থেকে তাদের বিদায় নিতেই হবে। বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সাথে রামপালের বিদ্যুতকেন্দ্রের চুক্তি বাতিল করবে। সুন্দরবনকে কোনো অবস্থাতেবই ধ্বংস হতে দেয়া যাবে না।