শীর্ষে সুসংহত আর্সেনাল

মাথাভাঙ্গা মনিটর: এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) অন্যতম চমক আর্সেনাল। অপেক্ষাকৃত কম বাজেটের দল গড়েও শিরোপা-দৌঁড়ে তারা এখন সবচেয়ে এগিয়ে। কার্ডিফ সিটির মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফেরা আর্সেন ভেঙ্গারের দল শীর্ষাসনে আরো সুসংহত।

১৩ ম্যাচ থেকে আর্সেনালের সংগ্রহ ৩১ পয়েন্ট। একটি করে ম্যাচ কম খেলে লিভারপুল ও চেলসি দুই দলেরই ২৪ পয়েন্ট। তবে গোল গড়ে এগিয়ে থাকায় লিভারপুলের অবস্থান দ্বিতীয়। ছেলেবেলার ক্লাবের বিপক্ষে দু গোল করে আর্সেনালের জয়ে সবচেয়ে বড় অবদান ওয়েলসের মিডফিল্ডার অ্যারন রামজির। অন্য গোলটি করেন ফরাসি মিডফিল্ডার ম্যাথিউ ফ্লামিনি। ১৯৯৯ সালে মাত্র ৯ বছর বয়সে কার্ডিফ সিটির যুব দলে যোগ দেন রামজি। ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত কার্ডিফের মূল দলে খেলে চলে আসেন আর্সেনালে। ২৯ মিনিটে জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের ক্রস থেকে দারুণ এক হেডে গোল করে গানার্স নামে পরিচিত আর্সেনালকে রামজিই এগিয়ে দেন। তবে সাবেক ক্লাবের প্রতি সম্মান জানিয়ে তিনি গোল উদযাপন করেননি। ৮৬ মিনিটে ওজিলের পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন ফ্লামিনি। ইনজুরি সময়ে রামজির দ্বিতীয় এবং আর্সেনালের শেষ গোলের রূপকার ইংল্যান্ডের ফরোয়ার্ড থিও ওয়ালকট। ইপিএলের অন্যান্য ম্যাচে এভারটন ৪-০ গোলে স্টোক সিটিকে, নরউইচ সিটি ১-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ৩-০ গোলে ফুলহ্যামকে হারিয়েছে এবং সান্ডারল্যান্ড ও অ্যাস্টন ভিলা গোলশূন্য ড্র করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *