শাহরুখের বাড়িতে আগুন

মাথাভাঙ্গা মনিটর: বলিউডি অভিনেতা শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এ আগুন লাগে গত বৃহস্পতিবার রাতে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গেলেন তিনি। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত শাহরুখের ওই বাড়িতে রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। তবে ‘ফায়ার অ্যালার্ম’ বাজার সাথে সাথেই দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়। যার ফলে কোনো ধরনের হতাহতের ঘটনাও ঘটেনি। হতাহতের কোনো ঘটনা না ঘটায় বিষয়টি নিয়ে টুইটারে কৌতুক করেন শাহরুখ। এ বিষয়ে তার টুইট, বাড়ির সবাই নিরাপদে আছে। উদ্ধার তৎপরতায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। বাড়িতে যখন আগুন লেগেই গেছে, এ সুযোগে একটু গা গরম করে নিই!
দমকল কর্মীরা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে জানিয়েছে, বাড়ির বাথরুমের বাতাস নির্গমনের ফ্যানে শর্ট সার্কিট হওয়ার কারণে আগুন লাগে। এরপর অ্যালার্ম বাজার সাথে সাথে দুটি ফায়ার ইঞ্জিন নিয়ে হাজির হয় দমকল বাহিনী। শাহরুখ খানের বিলাসবহুল বাংলোবাড়ি মান্নাতে তার সাথে বসবাস করেন স্ত্রী গৌরী, মেয়ে সুহানা, ছেলে আরিয়ান এবং শিশুপুত্র আব্রাম। শাহরুখের বড় বোন শেহনাজও তাদের সাথে ওই বাড়িতে থাকেন।