লাইভ অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন উপস্থাপক

মাথাভাঙ্গা মনিটর: উপস্থাপকের সরব উপস্থিতি কোনো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখে। কিন্তু উপস্থাপক যখন নিজেই ঘুমিয়ে পড়েন তখন ওই শো’র অবস্থা কী হবে তা সহজেই অনুমান করা যায়। এমন কাণ্ডই ঘটিয়েছেন ফক্স নিউজের উপস্থাপক টাকার কার্লোস। শুধু ঘুম নয়, সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে রীতিমতো নাক ডেকে ঘুমিয়েছেন কার্লোস। গত শনিবার ফক্স নিউজ নেটওয়ার্কের সকালের শো ফক্স অ্যান্ড ফ্রেন্ডে এ কাণ্ড ঘটে। ‍অনুষ্ঠানটি ছিলো সংবাদ বিশ্লেষণধর্মী। অনুষ্ঠানের প্রথম বিজ্ঞাপন বিরতির মাঝখানেই ঘুমিয়ে পড়েন কার্লোস। বিরতির পর দর্শকরা তিনজনসহ উপস্থাপক এবং কার্লোসকে ঘুমন্ত অবস্থায় আবিষ্কার করেন। উদ্ভুত পরিস্থিতি সামাল দেয়ার জন্য সহউপস্থাপক মাইক জেরিখ বলে উঠলেন, কার্লোস সত্যি ঘুমিয়ে পড়েছে। পেছন থেকে ক্যামেরাম্যান এ ঘোষণা শুনে হেসে ফেলেন। এভাবে আরও কিছুক্ষণ অনুষ্ঠান চলতে থাকে। এর মাঝেই যখন কার্লোসের ঘুম ভাঙে তখনও সে মনে করেছিলো বিজ্ঞাপন বিরতি চলছিলো। এদিক সেদিক তাকিয়ে কিছু বুঝে ওঠার আগেই জেরিখ তাকে অভ্যর্থনা জানান এভাবে- গুড টু সি ইউ, ওয়েলকাম টু ফক্স এন্ড ফ্রেন্ড শো’ (আপনাকে পেয়ে ভালো লাগলো, ফক্স অ্যান্ড ফ্রেন্ড শোতে স্বাগতম)। এরপর হাতে কাগজপত্র গুছিয়ে নিয়ে নিজের কফির কাপের দিকে হাত বাড়ান কার্লোস। তখনও তিনি বুঝতে পারেননি অনুষ্ঠানটি লাইভ চলছিলো। তিনি সহউপস্থাপকদের উদ্দেশ্যে বলেন, জানি আমরা টেলিভিশনের পর্দায় নেই।  কিন্তু যখনই বুঝতে পারলেন লাইভে আছেন তখন তিনি চালিয়ে যান বলে পরিস্থিতি সামলে নেন। পরে সিন হ্যানিটির শো রিপ্লেসমেন্ট শো করার জন্য শেষ রাত পর্যন্ত জেগে থাকার কারণে এমনটি হয়েছে বলে দুঃখ প্রকাশ করেন কার্লোস।