রেলগাড়িতে পাথর ছোড়া অগ্নিসংযোগ ভাঙচুর করার প্রতিবাদে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার: নিরাপদ যাতায়াত, নিরাপদ জীবন, রেল আমাদের বাহন, তাই ইহা রক্ষার দায়িত্বও আমাদের, নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রেলগাড়িতে পাথর ছোড়া, অগ্নিসংযোগ, ভাঙচুর করবেন না। সাশ্রয়ী, নিরাপদ ও আরামদায়ক এ বাহনটিকে দুষ্কৃতকারীদের হাত থেকে রক্ষা করা আমার-আপনার সকলের দায়িত্ব’ এ স্লোগানকে সামনে রেখে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা ও ডাব্লিউবিবি ট্রাস্টের সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে মানববন্ধন অনুষ্ঠানে আলোচনাপর্বে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল খালেক, জেলা জিসিএর সভাপতি হাজী ওয়ালিউর রহমান মালিক, বিশিষ্ট সমাজসেবক রাশেদ উল ইসলাম জোয়ার্দ্দার, সুফিয়া কামাল ফেলো সদস্য রউফুন নাহার রীনা, উদীচীর সভাপতি অ্যাড. নওসের আলী, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি শহিদুল হক বিশ্বাস, ওয়েভ ফাউন্ডেশন প্রশিক্ষণ বিভাগের সমন্বয়কারী জহির রায়হান, আকাঙ্খার নির্বাহী পরিচালক শাহিন সুলতানা মিলি, সদর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক লাইলা শিরিন, সিডিএফ’র সিনিয়র প্রোগ্রাম অফিসার শেখ আসমা হেনা চুমকি প্রমুখ। বক্তারা বলেন, ১৮৯০ সালের রেলওয়ে আইনে ১২৭ নং ধারা অনুযায়ী চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপের জন্য একজন অপরাধীর ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে। মসজিদে খুতবা, মন্দির, গীর্জাতে বক্তব্যের সময় ট্রেনে ঢিল ছোঁড়ার বিপদ সম্পর্কে সচেতনা বৃদ্ধির প্রচার চালানো বিষয়ে আহ্বান জানান বক্তারা।