রুপার গয়না ও গরুসহ চাকুলিয়ার গনি আটক

দামুড়হুদার ঠাকুরপুর-বাড়াদী সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী পৃথক অভিযান

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার ঠাকুরপুর-বাড়াদী সীমান্তের বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী পৃথক অভিয়ান চালিয়েছে। এ অভিযানে রুপার গয়না ও গরুসহ চাকুলিয়ার গনি নামে এক গরুব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছে। গত বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবুল বাশার সঙ্গীয় সদস্য নিয়ে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামের সীমান্তের অভ্যন্তর থেকে দুটি গরুসহ আব্দুল গনিকে (২৮) আটক করেন। আব্দুল গনি উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে। এ ঘটনায় হাবিলদার আবুল বাশার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় আব্দুল গনির নামে মামলা দায়ের করেছেন।
অপরদিকে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বাড়াদী বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুর রশীদ বাড়াদী গ্রামের মাঠে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৫৩০ ভরি রুপার গয়না পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে।