রাবিতে দামুড়হুদা উপজেলা সমিতির বিশেষ সহায়তা

ভ্রাম্যমাণ প্রতিনিধি: আসন্ন ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত দামুড়হুদা উপজেলা সমিতি অত্র উপজেলার ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের সহযোগিতার জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চলমান ভর্তি পরীক্ষায় দামুড়হুদা উপজেলা থেকে আগত ছাত্র-ছাত্রীদের আবাসন সমস্যাসহ পরীক্ষার হলে পৌঁছে দেয়া পর্যন্ত বিভিন্ন পর্যায়ে প্রত্যক্ষ সহযোগিতার আশ^াস দিয়েছে সংগঠনটি। সংগঠনের সভাপতি ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. ইয়ামিন হোসেন বলেন, ‘ছাত্র-ছাত্রীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’ পরীক্ষা চলাকালীন সময়ে প্রত্যেকদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহীদ মিনার চত্বরে মুক্ত আড্ডায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদাত্ত আহ্বান জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। সেই সাথে তিনি প্রয়োজনে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন। আল হোসাইন ০১৯৬৫-৮৩৩৬৮৪, সাইদুর রহমান ০১৯৫৭-৪০৯৫৯৭, এম আজম হাসান ০১৭২৬-৫৯১৮২৩, দেলোয়ার হোসাইন ০১৯২৬-৫৯৬২৬৫ কার্পাসডাঙ্গা, আজিজুল হক সংগ্রাম ০১৭৫১-৪৩৯৯২৯ দর্শনা ও রয়েল ০১৭২৩-৫৬৭৯১২ দামুড়হুদা।