যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন বান কি মুন

 

মাথাভাঙ্গা মনিটর: জাতিসংঘমহাসচিব বান কি মুন হামাস ও ইসরাইলের মধ্যে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিকে স্বাগতজানিয়েছেন। জাতিসংঘ থেকে ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে,জাতিসংঘমহাসচিবের মুখপাত্র গতকাল এক বিবৃতিতে বলেছেন, বান কি মুন দীর্ঘ মেয়াদেযুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাতে ইসরাইল ও ফিলিস্তিনিদের প্রতিআহ্বান জানিয়েছেন। তিনি স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে গঠনমূলক আলোচনার জন্যসব পক্ষের প্রতি আহবান জানিয়ে বলেছেন, ফের সহিংসতা শুরু হতে পারে এমনপরিস্থিতি সৃষ্টি করা থেকে বিরত উচিত। বিবৃতিতে আরো বলা হয়েছে,গাজায়শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ বিধ্বস্ত ওই অঞ্চলের পুনর্গঠনে সহযোগিতা করতেজাতিসংঘ প্রস্তুত রয়েছে।গত রোববার ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনহামাস এবং ইহুদিবাদী ইসরাইল নতুন করে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।গ্রিনিচ মান সময় ২১:০১টা বা স্থানীয় সময় রাত ১২টা এক মিনিটে যুদ্ধবিরতিকার্যকর হয়। মিশরের দেয়া প্রস্তাব গ্রহণ করে দুপক্ষ এ যুদ্ধবিরতিতে রাজিহয়েছে বলে জানা গেছে।