যুক্তরাষ্ট্রে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১০

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে কারাবন্দিদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেনের সাথে ধাক্কা লেগে অন্তত ১০ জন নিহত হন। বরফাচ্ছন্ন পথের কারণে বুধবারের এ দুর্ঘটনা ঘটে বলে রাজ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে। শেরিফ মার্ক ডোনাল্ডসন জানিয়েছেন, বাসটি একটি ওভারপাস থেকে পিছলে ছিটকে গিয়ে নিচে ট্রেন লাইনের ওপর পড়ে যায়, এ সময় মালবাহী একটি ট্রেন এসে বাসটিকে সজোরে আঘাত করলে বাসটি লাইন থেকে ছিটকে পাশের জমিতে গিয়ে পড়ে। বাসটি অ্যাবিলেনির একটি কারাগার থেকে বন্দিদের নিয়ে এল পাসোর আরেকটি কারাগারে যাচ্ছিলো। বাসটিতে ১২ জন বন্দি ও তিনজন কর্মকর্তা ছিলেন। এক বিবৃতিতে টেক্সাস ক্রিমিনাল জাস্টিস বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় আট বন্দি ও দু কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতাল থেকে জানানো হয়েছে, তাদের এখানে আহত পাঁচজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানায়নি হাসপাতালটি। ইউনিয়ন প্যাসিফিক রেলওয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বাসের ধাক্কায় ট্রেনের কোনো যাত্রী আঘাত পাননি, তবে দুর্ঘটনার পর থেকে ট্রেনটি আর অগ্রসর হয়নি।