যশোর বেনাপোল সীমান্তে ৩৪ বাংলাদেশি আটক

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল উপজেলার পুটখালী সীমান্ত পথে অবৈধভাবে ভারত যাতায়াতের সময় ৩৪ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছেন ২৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল বুধবার বিকেলে ও সন্ধ্যায় পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ৩৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে পাঁচজন নারী ও ২৯ জন পুরুষ। তাদের বাড়ি যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে। খুলনা ২৩ ব্যাটালিয়নের (সিও) লে. কর্নেল তায়েফ-উল হক জানান, আটকদের মধ্যে সাতজনকে সন্ধ্যায় পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। অন্যদের থানায় পাঠানোর প্রস্তুতি চলছে। বেনাপোল পোর্ট থানার এসআই আব্দুল আজিজ সন্ধ্যা ৭টায় জানান, আজ বৃহস্পতিবার সকালে আটকদের সবাইকে যশোর আদালতে পাঠানো হবে। তিনি জানান, থানায় থাকা সাতজন হলেন- গোপালগঞ্জ জেলার কালিয়ানি থানার হাতিয়ারা গ্রামের মাহামুদ মোল্লা (৩৫), সজিব মোল্লা (২৬), রফিকুল মোল্লা (২৩), ইলিয়াজ মোল্লা (২০), রুহুল আমিন (২৮), রাশেদ সরদার (২৫) ও টুটুল মোল্লা (২০)।