মেহেরপুর রাজনগরে গৃহকর্তার অনুপস্থিতির সুযোগে ডাকাতি!

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মাইক্রোবাস চালক আলী আকবর মিঠুর বাড়িতে দুধর্ষ ডাকাতি হয়েছে। শনিবার দিনগত রাত পৌনে একটার দিকে সশস্ত্র ডাকাতদল হানা দিয়ে নগদ ৯০ হাজার টাকা, ৪ ভরি সোনার গয়নাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। বাড়িতে মিঠুর অনুপস্থিতির সুযোগ নিয়ে ডাকাতদল হানা দিয়েছে বলে জানান ভুক্তভোগীরা। মিঠু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেহেরপুরের সাবেক এমপি মাসুদ অরুনের মাইক্রোবাস চালক।

ভুক্তভোগী আলী আকবর মিঠু জানিয়েছেন, শনিবার দায়িত্বপালন শেষে গভীর রাত হওয়ায় তিনি বাড়িতে ফিরতে পারেননি। এসুযোগে রাত পৌনে একটার দিকে তার ঘরের জানালা ভেঙ্গে ৭/৮ জন সশস্ত্র মুখোশধারী ডাকাত ঘরের ভেতরে প্রবেশ করে। স্ত্রী জেসমিন আরা ও সাত মাস বয়সী শিশু সন্তান ছাড়া বাড়িতে কেউ-ই ছিলেন না। স্ত্রীর হাত বেঁধে মুখের মধ্যে গামছা দিয়ে ফেলে রাখে ডাকাত দলের সদস্যরা। শিশু সন্তানকে হত্যার হুমকি দিয়ে বাক্সের তালার চাবি কেড়ে নেয়। ইচ্ছেমত লুটপাট চালিয়ে স্থান ত্যাগ করে তারা। হাত-মুখ বাঁধা অবস্থায় ঘরের মধ্যেই পড়ে ছিলেন তার স্ত্রী। রাত আড়াইটার দিকে শিশুর কান্না শুনে মিঠুর ভাইসহ প্রতিবেশীরা বাড়িতে ছুটে আসেন। তারা জেসমিনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। ডাকাতির খবর পেয়ে বারাদি পুলিশ ক্যা¤প ইনচার্জ এএসআই বিশ্বনাথ গতকাল রোববার দুপুর বারটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন ডাকাত সদস্যদের খুঁজে বের করা হবে।