মেহেরপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমএ খালেকের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, অ্যাড. শাহাজান আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক ইব্রাহীম শাহীন, আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মতিন, আয়ুব হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. পল্লব ভট্টাচার্য, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মখলেছুর রহমান খোকন, ত্রান ও সমাজকল্যান সম্পাদক মিজানুর রহমান রানা, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চুন্নু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু প্রমুখ। এ সময় সেখানে জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব উল আলম শান্তি, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজামান, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুবকর, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রীস আলী, জেলা আওয়ামী লীগের সদস্য আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রুত শোভা মণ্ডলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় বক্তারা বলেন- আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকার গঠনের সুযোগ দিতে হবে। নেতা-কর্মীদের উদ্দেশে এমপি ফরহাদ হোসেন বলেন, সকল বিভেদ ভুলে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। জনগণ শেখ হাসিনার ওপর আস্থা রেখেছে। আগামীতেও ইনশাআল্লাহ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।

এদিকে আজ রোববার বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে অংশ নিতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপির নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।