মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে ইফতার মাহফিল : চুয়াডাঙ্গার আয়োজনে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

 

পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় খুব সুন্দর ভূমিকা রেখে চলেছে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে  অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। মেহেরপুরে পল্লী বিদ্যুত সমিতির উদ্যোগ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। চুয়াডাঙ্গার সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে, আলমডাঙ্গায় ওয়ালটনের আয়োজনে এবং মেহেরপুর সাহিত্য পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এ উপলক্ষে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ও খুলনা রেঞ্জের অতিরিক্ত উপমহা পুলিশ পরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মো. হাবিবুর রহমান। এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম, জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, ডিজিএফআইয়ের যশোর অঞ্চলের কর্মকর্তা মেজর জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রশাসক শেখ সামসুল আবেদীন খোকন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলার সিভিল সার্জন রওশন আরা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতা।

অন্যান্যের মধ্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মহ. শামশুজ্জোহা (পিপি), জিপি মোল্লা আব্দুর রশিদ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেবসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি ও সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন পুলিশ লাইন্স মসজিদের পেশ ইমাম ইউনুচ আলী।

হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, চুয়াডাঙ্গার পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় খুব সুন্দর ভূমিকা রেখে চলেছে। ঈদ সামনে ব্যবসায়ীরা যাতে নির্বিঘেœ ব্যবসা পরিচালনা করতে পারে সেদিকে খেয়াল রাখবেন।

খুলনা রেঞ্জের অতিরিক্ত উপমহা পুলিশ পরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মো. হাবিবুর রহমান বলেন, চুয়াডাঙ্গার পুলিশ আয়োজিত ইফতারে সর্বস্তরের মানুষের উপস্থিতি প্রমাণ করে যে, চুয়াডাঙ্গার পুলিশ জনতার পুলিশ, জনগণের পুলিশ। এখানের মানুষের সহযোগিতায় পুলিশ আগামী দিনেও নিষ্ঠার সাথে কর্তব্য পালন করবে।

পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশের আমন্ত্রণে সাড়া দিয়ে এই আয়োজনকে যারা স্বার্থক করেছেন তাদের প্রতি পুলিশ বিভাগের সকল সদস্য কৃতজ্ঞ।

সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাবেক সভাপতি হাজি আজিজুল হক, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি মজিবর রহমান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জুয়েল রানা, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম রাজু, সরোজগঞ্জ ক্যাম্প আইসি এসআই শফিকুল ইসলাম, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দিন, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ, মহাম্মদজমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, গিরিসনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম, শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম মিলন, জাহিদুল ইসলাম আক্তার হোসেন, রাকিবুল ইসলাম আশিকুর রহমান, হাজি আব্দুর রহমান সব্দুল, জিল্লুর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ধর্ম শিক্ষক আবদুল জব্বার ও ওবাইদুর রহমান।

আলমড্ঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় ওয়ালটনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বিকেলে আলিফ উদ্দিন রোডস্থ ওয়ালটন প্লাজায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, এরিয়া ম্যানেজার শরিফুল আবেদীন। ওয়ালটন প্লাজার ম্যানেজার এসএম আজাদ হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান অল্টু, বিশিষ্ট ব্যবসায়ী হাজি মুকুল হোসেন, ইলিয়াস হোসেন সিদ্দিকী, আলমডাঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক  মুনায়েম হোসেন, মীর টুটুল, ওসমান গনি বিস্কুট, মাসুদ রানা তুহিন, টিটার আহমেদ, বিক্রয় প্রতিনিধি আমিনুর রহমান, শেখ সবুজ আহমেদ, ফেরদৌস হাসনাত, রকিবুল ইসলাম প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির উদ্যোগ সমিতির মেহেরপুর সদর দফতরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে পল্লী বিদ্যুত সমিতি মেহেরপুর সদর দফতরের বোর্ড রুমে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ।

মেরেহরপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার রেজাউল করিমের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. গোলাম রসুল, সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহামুদ, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, মেহেরপুর জেল সুপার এএসএম কামরুল হুদা, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির জিএস আবু হাসান, সহসভাপতি মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ শাহীন কবির।

অপরদিকে মেহেরপুর সাহিত্য পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে  জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি নূরুল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নূরে আলম। উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, সাহিত্য পরিষদের উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রভাষক আব্দুল মজিদ, সহসভাপতি তোজাম্মেল হক, সহকারী শিক্ষক নাসিরউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাশেম প্রমুখ।

মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় খালিশপুরস্থ ৫৮ বিজিবি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৫৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল জিল্লুর রহমানের সভাপতিত্বে বিজিবি’র হলরুমে অনুষ্ঠিত ইফতার মহাফিলে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের এমপি মো. নবী নেওয়াজ, যশোর রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জে. তৌফিকুল ইসলাম, ডেপুটি রিজন কমান্ডার কর্নেল ওয়াহিদ, যশোর সেক্টর কমান্ডার কর্নেল আবু সাইদ আল মাসুদ, ইনটেলিজেন্স বুরো চিফ লে. কর্নেল খবির উদ্দিন, চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাসেদুল আলম, লে. কর্নেল সালাউদ্দিন কায়কোবাদ ও মেজর জসিম উদ্দিন। এছাড়া ইউপি চেয়ারম্যান, মহেশপুর ও জীবননগর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ৫৮ বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।