মেহেরপুর আমঝুপি বিএডিসি ফার্ম ও সাঁকোপাড়ায় ডাকাতদলের হানা : এলাকাবাসীর প্রতিরোধে পলায়ন

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বিএডিসি ফার্মে ও সাঁকোপাড়ায় একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির চেষ্টা করলে এলাকাবাসীর প্রতিরোধে পালিয়ে যেতে বাধ্য হয়। এলাকাবাসীসূত্রে জানা যায়, আমঝুপি বিএডিসির ফার্মের ডাল ও তৈল বীজের উপপরিচালক কামরুজ্জামান শাহিনের বাড়িতে মঙ্গলবার রাত ২টার দিকে ১০/১৫ জনের একটি ডাকাতদল দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে। এ সময় নৈশপ্রহরীরা চিৎকার করতে থাকলে ডাকাতদল পিছু হটে যায়। অপরদিকে সাঁকোপাড়ায় আফতাব মোল্লার ছেলে রতনের বাড়িতে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারে সকলকে জিম্মি করে। রতন, রতনের স্ত্রী ও মেয়েকে অপহরণের চেষ্টা করে। এ সময়  রতন ও তার স্ত্রীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা পালিয়ে যায়।