মেহেরপুরে মাথাপিছু ফিতরা সর্বনিম্ন ৬০ টাকা নির্ধারণ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর পৌর ইমাম সমিতির উদ্যোগে আলোচনাসভা শেষে এ বছর মেহেরপুর জেলায় মাথাপিছু সর্মনিম্ন ৬০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ যোহর মেহেরপুর হোটেলবাজার জামে মসজিদে এ বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি ও মেহেরপুর কোর্ট মসজিদের পেশ ইমাম আলহাজ মাও. আনসার উদ্দিন বেলালী। সভায় সভাপতিত্ব করেন পৌর ইমাম সমিতির সভাপতি ও মেহেরপুর হোটেলবাজার জামে মসসিদের পেশ ইমাম হাফেজ মাও. রোকনুজ্জামান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর ইমান সমিতির সাধারণ সম্পাদক ও বোসপাড়া জামে মসজিদের ইমাম মাও. সিরাজউদ্দিন, টি অ্যান্ড টি জামে মসজিদের খতিব হাফেজ মাও. মুফতি হাফিজুর রহমান, মাও. শাহ আলম, হাফেজ জামালউদ্দিন, হাফেজ বজলু প্রমুখ।