মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যবসায়ীর সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

মেহেরপুর অফিস: বিকল্প শিশু খাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য (বেবি ফুড) বিক্রি করার অপরাধে মেহেরপুর বড় বাজারের তিন মুদি ও এক ফলব্যবসায়ীর কাছ থেকে ৬ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করেন।

ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম জানান, বিকল্প শিশু খাদ্য বিক্রির লাইসেন্স ছাড়াই শহরের দোকানগুলোতে সেরেলাক্স, বায়োমিলসহ বিভিন্ন ধরনের শিশুখাদ্য বিক্রি করা হচ্ছে। বড় বাজারের কয়েকটি মুদি ও ফলের দোকানে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া গেছে। এ সময় তিনটি মুদি ও এক ফলব্যবসায়ীর দোকানে কিছু বেবী ফুড পাওয়া যায়। এর মধ্যে দুটি মেয়াদ উত্তীর্ণ সেরেলাক্সও পাওয়া যায়। পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারায় বড় বাজারের মাসুদ, অজিত কুমারসাহ ও কলিমদ্দীনের মুদিদোকান এবং চার রাস্তার মোড়ের আসিফ ফল ভাণ্ডারের মালিকের কাছ থেকে মোট ৬ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।