মেহেরপুরের মুজিবনগরে কালবোশেখি ঝড়ে আবারও ব্যাপক ক্ষতি

মুজিবনগর প্রতিনিধি: সোমবার রাতে কালবোশেখি ঝড়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ফসল ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিম্নাঞ্চলের বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক ঘরের টিনের ছাউনি উড়ে গেছে। গত ১০ দিনে ৪ বার কালবোশেখি ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছেন চাষিরা। গত সোমবার ঝড়ের মেহেরপুর মুজিবনগর প্রধান সড়কের বেশ কয়েকটি বড় মেহগনি গাছ ভেঙে পড়েছে। স্থানীয় সড়ক ও ব্যক্তি মালিকানা গাছ-গাছালির ডালপালা ভেঙে পড়েছে। মানিকনগর, কেদারগঞ্জসহ আশেপাশের কয়েকটি গ্রামের অর্ধশতাধিক ঘরের টিনের ছাউনি উড়ে গেছে। তবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধানের। কয়েক দিনের ভারি বর্ষণের কারণে পাকা ধান নিয়ে তাদের সেই স্বপ্ন ভেঙে গেছে।

মুজিবনগর উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, উপজেলায় ৪ হাজার ৫৭০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। পানিতে তলিয়ে যাওয়া ধান দ্রুত ক্ষেত থেকে সরিয়ে নেয়ার জন্য চাষিদের পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তারা মুহা. মোফাকখারুল ইসলাম। এছাড়া ক্ষতিগ্রস্ত চাষিদের সাহায্যের জন্য ঊর্ধ্বতন পর্যায়ে বলা হয়েছে বলে জানালেন তিনি।