মেহেরপুরের দু ছাত্র বাংলাদেশ ভ্রমণ শেষ করলো

মেহেরপুর অফিস: গল্পটি দু বন্ধুর। মনিরুল ইসলাম ও নুর ইসলাম। দুজনই মেহেরপুর সরকারি কলেজের সম্মান বাংলা ৩য় বর্ষের ছাত্র। বাংলাদেশের মাটি মানুষ, নদী, নারী, ইতিহাস ঐতিহ্যকে অত্যান্ত কাছ থেকে দেখার ইচ্ছা ছিলো তাদের। সেইসাথে ইচ্ছা ছিলো ব্যতিক্রম কিছু করে দেখানোর। চলতি বছরের ১২ মে দুটি বাইসাইকেল নিয়ে মেহেরপুর সরকারি কলেজ চত্বর থেকে তাদের যাত্রা শুরু। লক্ষ্য বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণ। বাংলাদেশের অভ্যুদয়ে মুজিবনগরের গুরত্বপূর্ণ ভূমিকা তরুণ সম্প্রদায়ের কাছে তুলে ধরা। টানা ৩মাস ১৩ দিন পর তারা ৬৪ জেলা ভ্রমণ শেষ করেছে। এ বিষয়ে মুঠোফোনে কথা হয় মনিরের সাথে, মনির বলে, ভ্রমণের অভিজ্ঞতা অসামান্য, মানুষের স্নেহ ও ভালোবাসায় সিক্ত হয়েছি। আমরা মুক্তিযোদ্ধাদের চেতনায় অসম্প্রদায়িক দুর্নিতীমুক্ত, জঙ্গিবাদবিরোধী ও মৌলবাদবিরোধী বিষয়গুলো বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে তুলে ধরেছি। তুলে ধরার সময় প্রতিক্রীয়াশীল মানুষেরা বিরোধীতা করলেও স্বাগত জানিয়েছে অনেকেই। অপর বন্ধু নুরুল ইসলাম বলেন, মানুষের ভালোবাসার কারণেই আমরা সফল হয়েছি। এদিকে ৬৪ জেলা ভ্রমণ শেষে ঢাকার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভ্রমণ শেষ করা হয়। এ সময় বাংলাদেশ সাইকেল ফেডারেশন থেকে তাদের সনদপত্র ও সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম, নিশাত মজুমদার, এমএমহিত তাদের স্বাগত জানান।

এদিকে বালাদেশ ভ্রমণ শেষে এ দু ভ্রমণপিপাসু মেহেরপুর সরকারি কলেজে এসে পৌছুলে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের প্রাণঢালা অভিনন্দন জানান। আজ শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর অরণী থিয়েটারের উদ্যোগে মেহেরপুর জেলা শিল্পকলায় মনিরুল ইসলাম ও নুর ইসলারামকে সংবর্ধনা প্রদান করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *