মেহেরপুরের উন্নয়ন ভাবনা এবং সমস্যা ও সম্ভাবনা বিষয়ক আলোচনা সভা আলাপ অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার উন্নয়ন ভাবনা এবং সমস্যা ও সম্ভাবনা বিষয়ক আলোচনাসভা আলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই আলোচনা সভা আলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের সচিব (ভারপ্রাপ্ত) খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল হাসান, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জিপি অ্যাড. শাজাহান আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ আসকার আলী, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা মহিলা অধিদফতরের চেয়ারপারসন শামীম আরা হীরা, সেভ দি চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী প্রধান আলহাজ মোশারফ হোসেন, গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাড শফি, জেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়শেনের সভাপতি সিরাজুল হক মাস্টার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা গাংনীর ভাটপাড়া কুঠীতে স্থাপিতব্য মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ পছন্দ, আর্সেনিক রোধে করণীয়, মাদক ও বাল্যরোধ, সবজি ও ফল সংরক্ষণের জন্য কোল্ডস্টোরেজ তৈরি ও রেল সংযোগ স্থাপন, শিক্ষার উন্নয়ন, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উন্নয়ন, শিশুপার্ক, ভৈরব নদের দু ধারে গাছ লাগানো, ইকোপার্ক ইত্যাদি করার বিষয়ে ব্যাপক আলোচনা হয়।