মুম্বাই আদালত থেকে পালালো আফজাল উসমানি

মাথাভাঙ্গা মনিটর: মুম্বাইয়ের একটি আদালত থেকে পালিয়েছে জঙ্গী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদীন’এর সদস্য আফজাল উসমানি। ২০০৮ সালে  আহমেদাবাদে হামলার সাথে জড়িত ছিলো তিনি। আহমেদাবাদের ওই হামলায় অর্ধশত নিহত ও দু শতাধিক লোক আহত  হয়। ‍একই দিন বিভিন্ন স্থানে কুঁড়িটি বিস্ফোরণ ঘটানো হয়। পরের দিন সুরাত থেকে ২২টি বোমা উদ্ধার করা হয়। একই বছরের ২৭ আগস্ট উত্তর প্রদেশ থেকে চার সহযোগীসহ আটক তাকে করা হয়। পুলিশ জানায়, একটি মামলায় শুনানির জন্য আফজালকে শুক্রবার কারাগার থেকে দক্ষিণ মুম্বাইয়ের একটি দায়রা জজ আদালতে হাজির করা হলে সে অদৃশ্য হয়ে যায়। পুলিশ ইতোমধ্যেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাকে গ্রেফতার ব্যাপক অভিযান চালানো হচ্ছে। নব্বইয়ের দশকে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের সদস্য হিসেবে অপরাধ জগতে পা রাখে ‍আফজাল। তার বিরুদ্ধে গাড়ি চুরি, হত্যা, গুলিবর্ষণসহ একাধিক মামলা রয়েছে। তার ভাই ফয়েজ উসমানিও অন্ধকার জগতের বাসিন্দা ছিলো। ২০১১ সালে মুম্বাই বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে আটক করার পর পুলিশি জিজ্ঞাসাবাদে সে মারা যায়। তার মৃত্যুর জন্য উসমানি পরিবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেও ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা যায় সে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *