মুজিবনগরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা

 

মুজিবনগর প্রতিনিধি: সারাদেশে জামায়াত-শিবিরের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর বাজারে মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউনুস আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কোমরপুর বাজার প্রদক্ষিণ শেষে কোমরপুর বাজার প্রাঙ্গণে প্রতিবাদসভায় ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মহাজনপুর ইউপি চেয়াম্যান আমাম হেসেন মিলু, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু, জেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক নিশান ছাবের। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল বিদ্যুত, সহসভাপতি জুয়েল রানা, যুগ্মসম্পাদক শিশির, স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক শেখ মিসকিন, যুবলীগ নেতা আরিফ, লাল্টু ছাত্রলীগ নেতা শেখ হেলাল প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *