মা মেয়েসহ ৩ জনকে পিটুনি শেষে পুলিশে সোপর্দ

দর্শনা পুরাতন বাজারে চিকিৎসকের চেম্বারে সিরিয়াল নিয়ে বিরোধ
দর্শনা অফিস: দর্শনা পুরাতন বাজারস্থ মাস্টার ফার্মেসিতে ডাক্তার দেখাতে এসে সিরিয়াল নিয়ে বিরোধে জড়িয়ে অকথ্য গালিগালাজ করায় পিটুনির শিকার হয়েছে মা মেয়েসহ ৩ জন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পিটুনীর শিকার মা রশিদা, মেয়ে জুলিয়া ও ছেলে জিলার ওরফে সিজারকে পুলিশে দেয়া হয়। পুলিশ অপ্রাপ্ত বয়ষ্ক সিজারকে ছেড়ে দিয়েছে। স্থানীয়রা বলেছে রশিদা ও জুলিয়া দর্শনার অদূরবর্তী অকুন্দবাড়িয়ার আলোচিত মাদদ কারবারি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দর্শনা পুরাতন বাজারের মাস্টার ফার্মেসির একজন চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে যান চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া ফার্মপাড়ার অভিযুক্ত মাদক সম্রাজ্ঞি, বহুল আলোচিত রাশিদা, মেয়ে জুলিয়া ও ছেলে জিলার ওরফে সিজার। এ সময় চিকিৎসকের সিরিয়ালকে কেন্দ্র করে ফার্মেসির এক কর্মীর সাথে কথা কাটাকাটি হয় রশিদা, জুলিয়া ও জিলারের। জড়ো হয় অসংখ্য মানুষ। জনসম্মুখে তাদের অকথ্য গালাগালি রীতিমতো হতবাক করেছে সবাইকে। কোনো উপায়ন্ত না পেয়ে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে গণধোলাই দিয়েছে মা, মেয়ে ও ছেলেকে। পরে রশিদা, জুলিয়া ও জিলারকে দর্শনা আইসি পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ ওই তিনজনকে সোপর্দ করেছে দামুড়হুদা থানায়। অপ্রাপ্ত বয়স হওয়ায় সন্ধ্যায় জিলারকে ছেড়ে দিয়েছে থানা পুলিশ। তবে রশিদা ও জুলিয়ার বিরুদ্ধে ১৫১ ধারা কার্যবিধি মোতাবেক আজ শনিবার আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছেন, থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ।