মামলা থেকে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতির দাবি

মেহেরপুর অফিস: মেহেরপুর জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল পেশকারের দায়েরকৃত মামলা থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজনকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছে জেলা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান উদ্দীন আহম্মেদ রুপক এক বিবৃতিতে ছাত্রলীগের পক্ষ থেকে এ দাবি জানান। তিনি বলেন, ঘটনার সময় লিজন সেখানে ছিলেন না। এ বিষয়ে সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলেই নিশ্চিত হয়েছে ছাত্রলীগ। মেহেরপুর জেলা ছাত্রলীগ সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত নয়। আর যারা ঘটনার সাথে জড়িত তারা কেউই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত নন। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা প্রকৃতপক্ষে জড়িত তাদের শাস্তি দেয়া হোক। সেইসাথে বারিকুল ইসলাম লিজনকে মামলা থেকে অব্যাহতি দেয়ার জোর দাবি জানান জেলা ছাত্রলীগ সভাপতি।

উল্লেখ্য, সোমবার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় কয়েকজন যুবক আদালতে কর্মরত এক ব্যক্তির কাছে পানি চাওয়া কেন্দ্র করে বিশৃঙ্খলা হয়। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল পেশকার ইমরুল হোসেন বাদী হয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজনসহ ৬/৭ নামে আদালতে মামলা দায়ের করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *