মানব পতাকায় রেকর্ড ভাঙলো পাকিস্তান

মাথাভাঙ্গা মনিটর: সবচেয়ে বড় মানব পতাকা তৈরি করে গিনেস বুকে স্থান করা বাংলাদেশের রেকর্ড ভেঙেছে পাকিস্তান। গতকাল রোববার সকালে লাহোরের হকি স্টেডিয়ামে ২৯ হাজার চারশ জন অংশগ্রহণকারীর মাধ্যমে পাকিস্তানের মানব পতাকা তৈরি করা হয়। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এ পতাকা তৈরি করে। পরে শিক্ষার্থীরা নাচ, গান ও স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করে। এর আগে ২০১২ সালে পাকিস্তান ২৪ হাজার ২শ জনের অংশগ্রহণে সবচেয়ে বড় মানব পতাকা তৈরি করে গিনেস ওয়ার্ল্ডে রেকর্ডে তাদের নাম লেখায়। পরে বাংলাদেশের শিক্ষার্থী ও সেনাসদস্যদের নিয়ে করা মানবপতাকা পাকিস্তানের রেকর্ড ভাঙে। এ সময় ২৭ হাজার ১১৭ জন মানব পতাকা তৈরিতে অংশ নেন। গতকাল রোববার বাংলাদেশের রেকর্ড ভাঙার পর পিওয়াইএফ স্টিয়ারিং কমিটির প্রধান হামজা শাহবাজ শরীফ বলেন, পাঞ্জাবের সিংহরা দেশের নাম হিমালয়ের চেয়েও ঊর্ধ্বে তুলে ধরেছে। যখন বৃষ্টি হচ্ছে, তখন এই কঠিন কাজটি তারা করেছে। গিনেস অ্যাডজুডিকেটর লিও এবং মারিয়া আনাতালিয়া লাইন ও সারি গুণে পাকিস্তানের মানবপতাকা তৈরিতে পাকিস্তানের রেকর্ড গড়ার ঘোষণা দেন।