মাদকব্যবসায়ী ওয়াজ ও বাবলু আটক

 

মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল সোমবার দুপুরে জেলা সদরের সরিষাডাঙ্গা গ্রামে এবং আমিরপুর গ্রামে পৃথক দুটি জায়গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও রেকটিফাইড স্পিরিটসহ দু মাদকব্যাবসায়ীকে আটক করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লাকিয়া খানমের নেতৃত্বে গতকাল দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সরিষাডাঙ্গা গ্রামের ক্যানালপাড়ার মৃত আবুল মণ্ডলের ছেলে বহুল সমালোচিত চিহ্নিত মাদকব্যবসায়ী ওয়াজ আলীর (৪৫) বাড়িতে অভিযান চালায়। ওয়াজ আলীর ঘরের ভেতর থেকে ২৫০ গ্রাম গাঁজা এবং এক লিটার রেকটিফাইড স্পিরিটসহ এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী ওয়াজ আলীকে আটক করে এরপর বেলা দুইটার দিকে নিকটবর্তী আমিরপুর গ্রামের ওহিদ আলীর ঘরজামাই গাঁজা বিক্রেতা বাবলুর (৪৭) বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ভেতর থেকে ৭৭৫ গ্রাম গাঁজাসহ গাজা বিক্রেতা বাবলুকে আটক করা হয়। গতকালই চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য প্রচলিত আইনে মাদকব্যবসায়ী ওয়াজ এবং বাবলুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *