মাথাভাঙ্গাসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ : জীবননগরে ভৈরব নদের বাঁধ অপসারণের নির্দেশ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকায় ভৈরব নদের মাঝখানে বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে পুকুর খননকারীদেরকে বাঁধ অপসারণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাফিজ। এর আগে গত ৬ জুন দৈনিক মাথাভাঙ্গাসহ বিভিন্ন পত্রিকায় নদ দখলের একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বার্হী কর্মকর্তা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আন্দুলবাড়িয়া এলাকায় সরেজমিনে ভৈরব নদ পরিদর্শনে যান। এ সময় তিনি নদের জমি দখল করে পুকুর খননকারীদেরকে ১ সপ্তার মধ্যে পুকুর ভরাট করে মাটি অপসারণ করে নদ দখলমুক্ত করার নির্দেশ দেন। এছাড়া কর্চ্চাডাঙ্গা শশ্মানঘাটের পাশে নিজের ইটভাটার ইট ও অন্যান্য মালামাল নিয়ে আসার সুবিধার জন্য নদের মাঝ বরাবর দেয়া বাঁধ দু দিনের ভেতর অপসারণের নির্দেশ দিয়েছেন ভাটামালিক মো. আজিমকে। যদি কেউ এ নির্দেশ অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, বেশ কিছুদিন বন্ধ থাকার পর নতুন করে আবারো দখল হচ্ছে জীবননগর উপজেলায় ভৈরব নদ। প্রভাবশালী ভূমিদস্যুরা উপজেলার আন্দুলবাড়িয়া এলাকায় ভৈরব নদের মাঝখানে বাঁধ দিয়ে এবং পুকুর খনন করে অবৈধ দখলের প্রতিযোগিতায় নেমেছে। এ ব্যাপারে গত ৬ জুন বিভিন্ন পত্রিকায় একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়।