মাতৃসদনের মেডিকেল অফিসার ডা. বেলাল উদ্দিনের শাশুড়ির ইন্তেকাল

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মাতৃসদনের মেডিকেল অফিসার ডা. বেলাল উদ্দিনের শাশুড়ি চুয়াডাঙ্গা ছাদেক আলী মল্লিক পাড়ার মৃত ফজলুর রহমানের স্ত্রী গুলশান আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। গতপরশু শনিবার রাত ১২টার দিকে তিনি ছাদেক আলী মল্লিকপাড়াস্থ তার নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল বাদ জোহর চুয়াডাঙ্গার জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। সন্তান, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ও মুসল্লিরা নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বড়বাজার পাড়ার মৃত আব্দুল জব্বারের ৪ মেয়ে ও ১ ছেলের মধ্যে মরহুমা গুলশান আরা বেগম মেজ। সংসার জীবনে তিনি ৫ সন্তানের জননী ছিলেন। বড় ছেলে মৃত ড. সিদ্দিকুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন, মেজ ছেলে জাহাঙ্গীর কবীর চুয়াডাঙ্গা বড় বাজারের রকি ফার্মেসির মালিক, ছোট ছেলে আশিক মাহমুদ রুপক স্ট্যাম্প ভেন্ডারের ব্যবসায়ী। আর বড় মেয়ে রুমা নাহারিন এ্যানি হাইকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ছোট মেয়ে ফারজানা কেতুকি ঝিনাইদহ কে.সি কলেজের সহযোগী অধ্যাপক। মৃত্যুকালে গুলশান আরা বেগম চার সন্তান, নাতি, নাতনি ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।