মহেশপুর ইউএনও’র বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বরাবর অভিযোগ দিলেন স্থানীয় সাংবাদিক ঐক্য ফোরামের নেতারা

মহেশপুর সংবাদদাতা: ইউএনও’র বিরুদ্ধে প্রধানমন্ত্রী বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন মহেশপুরে কর্মরত সাংবাদিক ঐক্য ফোরামের নেতারা। গতকাল রোববার সকালে ডাকযোগে এই অভিযোগপত্র প্রেরণ করা হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান যোগদানের পর থেকে স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানুষকে অব-মূল্যায়ন করতে থাকেন। এতে ইউপি চেয়ারম্যান, পৌর মেয়র, স্থানীয় এমপি এবং রাজনৈতিক নেতাদের সাথে তার দূরত্ব সৃষ্টি হয়। এর ফল স্বরূপ রাজনৈতিক নেতারা ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ ও সাংবাদিক সম্মেলন করলে স্থানীয় গণ-মাধ্যম কর্মীরা ওই সকল নিউজ কভারেজ করলে উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের প্রতি ক্ষুব্ধ হন। গত ৮ মে মহেশপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি মহেশপুর প্রেসক্লাব নিয়ে বাজে মন্তব্য ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্য পদ থেকে বাতিলের হুমকি দেয়। এতে সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সভা সমাবেশ করে। সাংবাদিকরা দুর্নীতিবাজও ও ক্ষমতার অপ-ব্যবহারকারী ইউএনও আশাফুর রহমানের সকল অভিযোগের তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আবেদনে স্বাক্ষর করেছেন মহেশপুর প্রবীণ সাংবাদিক ও সাংবাদিক ঐক্য ফোরামের আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাপ্তাহিক সীমান্ত বাণীর সম্পাদক আব্দুর রাজ্জাক, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাংবাদিক ঐক্য ফোরামের নেতা আব্দুস সেলিম, এনামুল হক দুল ও সাংবাদিক নেতৃবৃন্দ।