মহেশপুরে একটি কালভার্টের মুখ বেঁধে দেয়ায় ১৫ পরিবার পানিবন্দী

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর পল্লীতে জোরপূর্বক সরকারি রাস্তার ওপর নির্মিত কালভার্টের মুখ বেঁধে দেয়ায় ১৫টি পরিবার পানিবন্দি হয়ে জীবনযাপন করছে।

সরেজমিনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদনপত্রে জানা যায়, স্বরূপপুর ইউনিয়নের তৈলটুপি গ্রামের পাচু বিশ্বাসের ছেলে ওয়াজুল বিশ্বাস সরকারি জমি দখল করে ঘর নির্মাণ ও কালভার্টের মুখ বেঁধে দেয়ায় আবু সিদ্দিক বিশ্বাস, হায়দার আলী, রাজ্জাকসহ ১৫টি পরিবার পানিবন্দি হয়ে জীবনযাপন করছে। এ বিষয়টি নিয়ে বিচার সালিস হলেও ওয়াজুল বিশ্বাস ক্ষমতাশালী হওয়ায় এর সুরহা হয়নি। যার কারণে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিকার চেয়ে ওই পরিবারগুলো আবেদনপত্র দিয়েছে। বিষয়টি নিয়ে ওয়াজুল বিশ্বাসের সাথে কথা হলে তিনি জানান, তার মতো অনেকে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করায় তিনিও ঘর নির্মাণ করেছেন। ঘরটি যাতে ভেঙে না যায় সেজন্য সরকারি রাস্তার ওপর নির্মিত কালভার্টের মুখটি বেঁধে দেয়া হয়েছে।