মহেশপুরে আব্দুল আজিজ ক্লিনিকে নবজাতকের মৃত্যুর ঘটনায় ৩ সদস্য কমিটির তদন্ত সম্পন্ন

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর বাজারে আব্দুল আজিজ ক্লিনিকে নবজাতকের মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গতকাল মঙ্গলবার সকালে ক্লিনিক পরিদর্শন করে তদন্ত সম্পন্ন করেছে।

জানা গেচে, বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশের সংবাদের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিদের্শে ঝিনাইদহ সিভিল সার্জন গত ২৫ মে সিএস/ঝিনাই/শা-৬/২০১৭ নং স্মারকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তারা হলেন, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শাহাব উদ্দিন (সভাপতি), ডা. আরিফ আহম্মেদ মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস ঝিনাইদহ (সদস্য) ডা. আলা উদ্দিন, (গাইনী) কনসালটেন্ট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জ (সদস্য সচিব)। এ বিষয়ে কমিটির সভাপতি ডা. শাহাব উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন ক্লিনিকের বিরুদ্ধে যে সকল সংবাদ প্রকাশিত হয়েছে তার সত্যতা পাওয়া গেছে। তিনি আরও বলেন ওই ক্লিনিকে ১টি রোগী অপারেশনের জন্য যা কিছু প্রয়োজন তার কোনো কিছুই ঠিক নেই। অব্যবস্থপনার মধ্যদিয়ে ওই ক্লিনিকটি চলে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় তিনি সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ২/১ দিনের মধ্যেই তিনি তদন্ত রিপোর্ট সিভিল সার্জন মহোদয়ের কাছে দাখিল করবেন। পরবর্তী ব্যবস্থা সিভিল সার্জন গ্রহণ করবেন। উল্লেখ্য, গত ২১ মে বিকেলে জয়দিয়া গ্রামের আসাদুল ইসলামের প্রসূতি স্ত্রী খালিশপুর বাজারে আব্দুল আজিজ ক্লিনিকে ভর্তি হয়। ক্লিনিকে কোনো ডাক্তার এবং ডিপ্লোমা নার্স না থাকায় কর্তৃপক্ষের গাফিলতিতে নবজাতকের মৃত্যু হয়।