মহেশপুরের জলিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রহারে স্কুলছাত্র আহত

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেদম প্রহারে ৮ম শ্রেণির ছাত্র আহাদ গুরুতর অবস্থায় মহেশপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়েছে। বিচারপ্রার্থী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছেন ছাত্রের পিতা।

এলাকাবাসী ও পরিবার সূত্রে প্রকাশ, গত রোববার স্কুল টাইমে জলিলপুর মাধ্যমিক বিদ্যালয়ে জলিলপুর গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাজ্জাদ হোসেনকে (১৪) একটি তুচ্ছ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক আনিচুর রহমান মারপিট করেন। এতে সে গুরুতর আহত হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে ছাত্রের পিতা আব্দুস ছামাদ উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। আব্দুস ছামাদ আরো জানান, ঘটনার পর প্রধান শিক্ষকের কাছে গেলে তিনি তাকে তাচ্ছিল্যে তাড়িয়ে দেন। এরপর তিনি পরিচালনা পরিষদের সভাপতির নিকট ঘটনাটি জানালে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এ বিষয়ে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ছাত্র বেয়াদবি করার কারণে তাকে মারপিট করা হয়েছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।